যশোরে চিকিৎসক ও পুলিশ কর্মকর্তার নামে চার্জশিট

https://ift.tt/eA8V8J
যশোর, ৩০ আগস্ট - দুর্নীতি মামলায় যশোরে এক চিকিৎসক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিরা হলেন, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপতালের তৎকালীন ইমারজেন্সি মেডিকেল অফিসার বর্তমানের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারি রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন ও কেশবপুর থানার তৎকালীন এসআই ও বর্তমানে বাগেরহাট সদর থানায় কর্মরত হিরন্ময় সরকার। আরও পড়ুন: বিয়ে ও সন্তানের কথা গোপন রাখার কারণ জানালেন ফারহানা মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালে কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ছেরমত আলী গুরুতর আহত হন। এ ব্যাপারে তার ভাই কেশবপুর থানায় মামলা করেন। যার নম্বর ১২ তারিখ ২৩/৩/২০১৫। এ মামলার তদন্তকালে এসআই হিরন্ময় সরকার ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইমাজেন্সি চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন যোগসাজসে মিথ্যা জখমি সনদ তৈরি করেন এবং ওই জখমি সনদের ওপর ভিত্তি করে আদালতে দুর্বল চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা। বিষয়টি আহত ছেরমত আলীর জানতে পেরে ২০১৮ সালের ২১ মে জেলা ও দায়রা জজ আদলতে ওই দুইজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেন। আদালতের আদেশে দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল মামলাটি তদন্ত শেষে ঘটনার সত্যাতা পেয়ে ওই দুজনকেই অভিযুক্ত করে গত ১৯ জুলাই সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ৩০ আগস্ট
https://ift.tt/3lvPpMh

Post a Comment

0 Comments