https://ift.tt/eA8V8J
বেইজিং, ৩০ আগস্ট - চীনে একটি রেস্তোরাঁ ভবন ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার শানজি প্রদেশের শিয়াংফেন জেলায় এ ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, শনিবার সকালে দ্বিতল ভবনটি ধসে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচে আটকে যাওয়া লোকজনকে উদ্ধার করেছে এবং উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত আছে। এখন পর্যন্ত ৪৫ জনকে বের করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন মৃত, সাত জন গুরুতর আহত এবং ২১ জন কিছুটা আহত। আরও পড়ুন: আগামী মঙ্গলবার খুলছে উহানের সব শিক্ষাপ্রতিষ্ঠান ভবনটি ধসে পড়ার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। অবশ্য চীনে ভবন ধসের ঘটনা নতুন কিছু নয়। দেশটিতে অহরহই নির্মাণ দুর্ঘটনা ঘটে থাকে। এর জন্য ভবন নির্মাণকারীদের নির্মাণ কাজে কাঁটছাঁট ও নিরাপত্তা বিধি লঙ্ঘনকে দায়ী করা হয়। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ৩০ আগস্ট
https://ift.tt/3gEEAUr
0 Comments