https://ift.tt/eA8V8J
রাজশাহী, ২৯ জুলাই - রাজশাহীর বাঘা উপজেলায় ট্রাকের ধাক্কায় শাজাহান শাহ (৫৫) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আড়ানী পৌরবাজারের তালতলার তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শাহাজান জেলার বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মৃত ফয়েজ শাহার ছেলে। আরও পড়ুন: রাজশাহী বিভাগে একদিনে ৮ জনের প্রাণ নিল করোনা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সন্ধ্যায় আড়ানী পৌর বাজারে ভিক্ষা করে বাড়ি ফিরছিলেন শাজাহান। এসময় একটি ট্রাক আড়ানী রেলওয়ে স্টেশন রোড দিয়ে বাজারের দিকে আসছিল। ট্রাকটি আড়ানী পৌরবাজারের তালতলার তিন রাস্তার মোড় পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলেও জানান এ পুলিশ কমকর্তা। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৯ জুলাই
https://ift.tt/3hD5QUi
0 Comments