জাতির জনককে দলীয় বৃত্তে আটকে রাখা সম্ভব নয়: জিএম কাদের

https://ift.tt/eA8V8J
নারায়ণগঞ্জ, ৩০ আগস্ট - জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান কোনো দলের নয়। জাতির জনক সবার। তিনি বাঙালি জাতির নেতা। কোনো কোনো দলীয় বৃত্তে আটকে রাখা সম্ভব নয়। শনিবার বিকেলে জাতীয় পার্টি সোনারগাঁও উপজেলা আয়োজিত উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। আরও পড়ুন: চারটি শূন্য আসনে নৌকার মনোনয়নদৌড়ে লড়ছেন ১৩ নারী প্রার্থী তিনি বলেন, জাতির জনক সারাটা জীবন বাঙালির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তার সংগ্রাম ছিলো বৈষম্য ও অন্যায়-অবিচারের বিরেুদ্ধে। বাঙালি জাতির স্বাধীকার ও স্বাধীনতার জন্য তিনি যৌবনের মূল্যবান ১৩টি বছর কারাগারে বন্দি ছিলেন। তাকে পূর্ব পাকিস্তানের কোনো কারাগারে বন্দি রাখার সাহস পাকিস্তানিদের ছিলো না। তাই পাকিস্তানি শাসক গোষ্ঠী পশ্চিম পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে আটকে রেখেছিলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী মুসলিম লীগের নেতা, পরবর্তীতে তিনি আওয়ামী লীগের নেতা হয়েছিলেন। কিন্তু সত্তরের নির্বাচন এবং একাত্তরের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে বাঙালি জাতির পিতা হয়েছেন। তাই জাতির জনক কোনো দলের হতে পারে না। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব-ফকরুল আহসান শাহজাদা প্রমুখ। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ৩০ আগস্ট
https://ift.tt/2QBhFPj

Post a Comment

0 Comments