কাপাসিয়ায় রং ও চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরি

https://ift.tt/eA8V8J
গাজীপুর, ০৩ মে- গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী (নরসিংহপুর) গ্রামে কাপড়ের রং ও চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে গুড়। খাওয়ার অনুপযোগী এই গুড় বাজারজাত করা হচ্ছে সারা দেশে। শনিবার বিকেলে এমন তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত যান সেখানে। অভিযানে খোঁজ মেলে ভেজাল গুড় তৈরির কারখানার। এমন সময় ভ্রাম্যমাণ আদালত কারখানাটির মালিক নূরুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে জব্দ করেন খাওয়ার অনুপযোগী ২০ বস্তা গুড় ও ১৭ বস্তা চিনিসহ কেমিক্যাল। দণ্ডপ্রাপ্ত নূরুজ্জামান ওই গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। প্রায় সাত মাস আগেও কাপড়ে ব্যবহৃত রং ও চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে গুড় তৈরির জন্য তাকে জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, গোপনে খবর পেয়ে তিনি অভিযান চালান সেখানে। অভিযানে নূরুজ্জামানের বাড়িতেই ভেজাল গুড় তৈরির কারখানাটির খোঁজ মেলে। এতে তাৎক্ষণিক তাকে (নূরুজ্জামান) ২০ হাজার টাকা জরিমানা ও খাওয়ার অনুপযোগী ২০ বস্তা গুড় জব্দ করা হয়। একইসঙ্গে জব্দ করা হয় ১৭ বস্তা চিনি ও কেমিক্যাল। সূত্র: কালের কণ্ঠ এম এন / ০৩ মে
https://ift.tt/3fbYLcQ

Post a Comment

0 Comments