https://ift.tt/eA8V8J
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মা ও নানীর। বাড়িতে কেবল বাবা ও ছেলে। প্রিয়জনদের হারিয়ে ভীত ছেলে বাবাকে প্রশ্ন করল- এবার কে মারা যাবে বাবা? তুমি না আমি? যুক্তরাজ্যে করোনা মহামারি এমন পর্যায়ে পৌঁছেছে- প্রতি সেকেন্ডে আক্রান্ত হচ্ছেন মানুষ। মৃত্যুও সমান তালে বাড়ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়, গত শনিবার মারা যায় ব্রিটেনের বাসিন্দা ইভানের নানী। এর চারদিন পর তার মা জুলিয়েন। মাত্র ৪ দিনের ব্যবধানে প্রিয় দুজন মানুষকে হারিয়ে ৭ বছরের ইভান এতটাই ভীত হয়েছে, করোনা আক্রান্ত বাবাকে সে প্রশ্ন করে বসে- এবার কে মারা যাবে? ইভানের বাবা ক্রিস ক্যাডবি স্কাই নিউজ জানান, তার স্ত্রী জুলিয়েন মারা যাওয়ার ৪ দিন যার আগে মারা যান শাশুড়ি জোয়ান। তিনি বলেন, আমরা কোনো ভুল না করলেও করোনাভাইরাস আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। ক্রিস আরও বলেন, করোনাভাইরাসে আমি নিজেও আক্রান্ত। আমার ছেলে ইভান এতটাই ভীত হয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে এরপর কে মারা যাবে, আমি নাকি সে? সূত্র: আমাদের সময় এম এন / ০৩ মে
https://ift.tt/3fd2XZY
0 Comments