https://ift.tt/eA8V8J
ঢাকা, ০২ মে - করোনাভাইরাস আক্রমণ না করলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির নির্বাচন হয়ে যেত গত ২০ এপ্রিল। এতদিনে নতুন কমিটির দায়িত্ব নিয়ে কাজ শুরু করতো। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হলে সরকার বন্ধ করে দেয় সবকিছু। সেই সাথে বন্ধ হয়ে যায় বাফুফের নির্বাচনও। জরুরী সভা করে বাফুফে নির্বাচন স্থগিত ঘোষণা করে। ফিফা ও এএফসি পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কার্যানির্বাহী কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। ৩০ এপ্রিল ছিল বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদের শেষ দিন। (শুক্রবার) থেকে কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন এই কমিটি ফিফার অনুমোদন নিয়ে অতিরিক্ত সময়ের দায়িত্ব পালন শুরু করলো। ফুটবলের নকআউট ম্যাচের মতো বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ গড়াল এক্সট্রা টাইমে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সভাপতির মেয়াদ শেষ করলেন কাজী মো. সালাউদ্দিন। তিন মেয়াদে দীর্ঘ ১২ বছর। এর আগে টানা এত বছর কেউ ছিলেন না দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি পদে। তিনি চতুর্থবারের মতো সভাপতি পদে নির্বাচন করবেন বলেও ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হলে তাকে দেখা যাবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে। সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন স্থগিত করলেও বাফুফে নির্বাচনের কিছু বিষয় এগিয়ে রাখছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ঘোষণা করবে এজিএম ও নির্বাচনের তারিখ। এক্সট্রা টাইমে পা রেখে দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা কাজী মো. সালাউদ্দিন বলেছেন, আমরা নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করতে চেয়েছিলাম। এখন করোনার কারণে স্থগিত করতে বাধ্য হয়েছি। তবে নির্বাচন আমাদের বাধ্যতামূলক। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিফা ও এএফসি চাপ দেবে নির্বাচন করার। আমরা ফিফা ও এএফসির চাপের অপেক্ষায় থাকবো না। যখনই দেখবো নির্বাচন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তখনই আমরা তা সেরে ফেলবো। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ মে
https://ift.tt/3bYDmBV
0 Comments