জয়পুরহাটে পথসভার খাবার প্যান্ডেলে পর পর ৩টি ককটেল বিস্ফোরণ

https://ift.tt/eA8V8J
জয়পুরহাট, ০৫ অক্টোবর- জয়পুরহাটের কালাই পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বেলাল তালুকদারের পথসভায় ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে কালাই পৌর শহরের কাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল লতিফ নামে এক কর্মী আহত হন। আরও পড়ুন: স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যক্ষদর্শীরা জানান, কালাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুল আলম মারা যাওয়ায় ১০ অক্টোবর মেয়র পদে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার রাতে নৌকা মার্কার প্রার্থী বেলাল তালুকদার নেতাকর্মী নিয়ে পথসভা শেষে কাজীপাড়ায় খাবার প্যান্ডেলে প্রবেশ করছিলেন। এ সময় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয় এবং দুটি অবিস্ফোরিত ককটেল মঞ্চের নিচ থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণ হওয়া দুটি ককটেলের খোসা এবং টেপ পেঁচানো দুটি তাজা ককটেল উদ্ধার করেছে। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ০৫ অক্টোবর
https://ift.tt/2GwC5XX

Post a Comment

0 Comments