গাজীপুরে আগুনে পুড়েছে ৩৫টি অধিক ঘর

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৬ অক্টোবর- গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি কলোনীতে আগুন লেগে ৩৫টির অধিক ঘর ও মালামাল পুড়ে গেছে। সোমবার সন্ধ্যায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক হামিদ মিয়া এবং স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোগড়া তালতলা এলাকার আবদুল মান্নান সরকারের কলোনীর একটি ঘরে থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা টিনের তৈরি অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। আরও পড়ুন: চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান সুজন গ্রেফতার গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার আগুন নেভায়। ততক্ষণে ওই কলোনীর ৩৫টির অধিক ঘর এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরুপণ করা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ০৬ অক্টোবর
https://ift.tt/3nlpyaN

Post a Comment

0 Comments