করোনায় ইতালিতে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

https://ift.tt/eA8V8J
রোম, ০৮ মে - করোনাভাইরাসে ইউরোপের দেশ ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০ হাজার হয়েছে। শুক্রবার দেশটিতে ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন যেটা ছিল ২৭৪ জন। বিবিসির খবর বলছে, করোনায় এ পর্যন্ত সেখানে ৩০ হাজার ২০১ জন মারা গেছেন। ইতালিতে দৈনিক আক্রান্তের সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে এক হাজার ৩২৭ জনের শরীরে এই রোগ সংক্রমিত হয়েছে। এতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭১ হাজার ১৮৫ জনে। আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পরেই রয়েছে ইতালির অবস্থান। গত ফেব্রুয়ারিতে উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে করোনার প্রকোপ দেখা দিলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রথম লকডাউন আরোপ করে দেশটি। তবে অর্থনীতিকে সচল করতে লকডাউন শিথিল করতে যাচ্ছে ইতালি। মৃত্যুর সংখ্যায় ইউরোপে সবার চেয়ে এগিয়ে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ২৪১ জনের মৃত্যু হয়েছে। সুত্র : যুগান্তর এন এ/ ০৮ মে
https://ift.tt/2WfiNMd

Post a Comment

0 Comments