https://ift.tt/eA8V8J
কলকাতা, ০৮ মে - সরকারের পয়সায় মাতব্বরি করা বন্ধ করো। রেশন দিতে হয় নিজেদের পয়সায় দাও। জেলার সভাপতিদের একথা সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেশন নিয়ে দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে শুক্রবার দলের জেলা সভাপতিদের নিয়ে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যে দলেরই হোক রেশন নিয়ে কেউ বেয়াদপি করলে সরকার ছাড়বে না। দলে যার বিরুদ্ধে অভিযোগ তাঁকে ছেড়ে কথা বলা হবে না, এদিন সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। লকডাউন শুরু হওয়ার পর থেকে দলের জেলা নেতাদের সকলকে নিয়ে এই প্রথম বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিয়ো কনফারেন্সে এই রকম বৈঠকও তৃণমূলে প্রথম। তৃণমূল সূত্রের খবর, এ দিনের বৈঠকে দলের জেলা নেতাদের একদিকে যেমন সতর্কবার্তা দিয়েছেন নেত্রী অন্যদিকে বিজেপির প্রচারের বিরুদ্ধে পাল্টা জোরদার প্রচার করারও নির্দেশ দিয়েছেন তিনি। দলের নেতাদের মমতার নির্দেশ, হাসপাতালগুলি কেমন কাজ করছে, সেটা দেখবেন। পরিযায়ী শ্রমিকদের আসার জন্য সব সহোযোগিতা রাজ্য করবে বলেও জানিয়েছেন তিনি। দলের নেতাদের তৃণমূল নেত্রী বলেছেন, আপনারা দেখবেন পরিযায়ী শ্রমিকরা ফেরার পর যেন ঠিকমতো কোয়ারানটাইনে থাকেন। তাঁরা কোয়ারানটিন পিরিয়ড সম্পূর্ণ করলে কীভাবে তাঁদের ১০০ দিনের কাজে লাগানো যায়, তার নির্দেশও দিয়েছেন তিনি। জানা গিয়েছে, ১০ মে ফের মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিয়ো কনফারেন্স করবেন। সে দিন বৈঠক করবেন দলের বিধায়কদের সঙ্গে। সুত্র : কলকাতা ২৪x৭ এন এ/ ০৮ মে
https://ift.tt/3du2qkF
0 Comments