মালয়েশিয়ায় বাংলাদেশিসহ দুই শতাধিক আটক

https://ift.tt/eA8V8J
কুয়ালালামপুর, ০২ মে - মালয়েশিয়ায় দুটি লকডাউন ভবন থেকে বাংলাদেশিসহ দুই শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (১ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় দেশটির ইমিগ্রেশন পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর তিন শতাধিক সদস্য মসজিদ ইন্ডিয়া ও মেনারা সিটি ওয়ানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে এক বছরেরও কম বয়সী শিশুও রয়েছে। তবে আটকের বিষয়ে কিছুই জানায়নি অভিবাসন বিভাগ। অভিযানের সময় অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার দৈনিক প্রকাশিত খবরে বলা হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ১৯৫৯/১৯৬৩ ধারায় গ্রেফতার দেখানো হতে পারে। মালয়েশিয়ার তেনেগানিতা (এনজিও) বলছে, পবিত্র রমজানে মাসে অভিবাসীদের আটক অমানবিক ও নিষ্ঠুর। চলমান করোনা প্রাদুর্ভাব পরিস্থিতিতে এই গণ গ্রেফতার অযৌক্তিক। এ দিকে বাংলাদেশের হাইকমিশনার মহ. শহিদুল ইসলাম সংশ্লিষ্ট দফতরে চিঠির মাধ্যমে জানান, রি-হিয়ারিং প্রোগ্রাম চলাকালিন সময়ে বাংলাদেশি অবৈধ কর্মীরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে বৈধ হতে আবেদন করেও প্রতারণার শিকার হয়েছেন। এছাড়া প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলমান মুভমেন্ট কন্ট্রোল সময়ে বৈধ অবৈধ বাংলাদেশি কর্মীদের চিকিৎসা নিশ্চিত ও অবৈধদের গ্রেফতার না করতে মালয়েশিয়া সরকারকে অনুরোধও জানিয়েছেন হাইকমিশনার। এন এইচ, ০২ মে
https://ift.tt/3bVNHib

Post a Comment

0 Comments