কুষ্টিয়ায় ভ্রাম্যমাণ ফ্রি বাজার উদ্বোধন

কুষ্টিয়া, ১০ এপ্রিল - করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বেশিরভাগ বাজার সীমিতকরণের ফলে যাতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট না হয় সে জন্য কুষ্টিয়ার আমলায় ভ্রাম্যমাণ ফ্রি বাজার উদ্বোধন করা হয়েছে। এলাকার শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের প্লাটফর্ম আলোকিত আমলার উদ্যোগে বৃহস্পতিবার মাসব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল হক, আনারুল মালিথা, জাতীয় সাঁতার প্রশিক্ষক আমিরুল ইসলাম, প্রকৌশলী জাহিদুল ইসলাম মিল্টন, কলেজ শিক্ষক হামিদুল ইসলাম, আমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফারসহ সুধী সমাজ। ভ্রাম্যমাণ ভ্যানটি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ক্রমান্বয়ে প্রতিগ্রাম পরিভ্রমণ করবে এবং প্রতিদিন শতাধিক দরিদ্র পরিবার এখান থেকে বিনামূল্যে বাজার করতে পারবে বলে জানান আলোকিত আমলার প্রতিষ্ঠাতা লেখক নাজমুল হুদা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ এপ্রিল

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UWhVv4

Post a Comment

0 Comments