ঢাকা, ১০ এপ্রিল - বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত সারাদেশে মোট ৩৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর মধ্যে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। ঢাকার করোনা হটস্পটগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মিরপুরে। মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় মোট ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য হটস্পটগুলো হচ্ছে- ধানমন্ডি, ওয়ারী, বাসাবো, উত্তরা। আইইডিসিআরের হিসাব অনুযায়ী ঢাকায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ মিরপুরে ৪১ জন, উত্তরায় ১৬ জন, ধানমন্ডিতে ১৩, বাসাবোতে ১১ জন, মিরপুর-১ এ ১১, ওয়ারীতে ১০ জন। ঢাকা শহর ছাড়াও বাকিরা দেশের ২২ জেলায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর করোনা শনাক্ত স্থানগুলো সংখ্যাসহ: আগারগাঁও ২, আদাবর ১, মোহাম্মদপুর ৮, হাজারীবাগ ৩, উর্দু রোড ১, আজিমপুর ৪, বুয়েট এলাকা ১, লালবাগ ৮, চকবাজার ৩, ইসলামপুর ২, লক্ষ্মীবাজার ২, নারিন্দা ১, দয়াগঞ্জ ১, সোয়ারীঘাট ৩, ওয়ারী ১০, কোতোয়ালী ১, ধোলাইখাল ১, বংশাল ৪, যাত্রাবাড়ী ৬, শনির আখড়া ১, বসিলা ১, ধানমন্ডি ১৩, জিগাতলা ৩, সেন্ট্রাল রোড ১, গ্রিন রোড ৩, শাহবাগ ২, হাতিরপুল ২, পুরানা পল্টন ২, মুগদা ১, ইস্কাটন ১, বেইলি রোড ৩, মগবাজার ২, শান্তিনগর ২, বাসাবো ১১, রামপুরা ১, হাতিরঝিল ১, শাহজানপুর ১, বাড্ডা ২, বসুন্ধরা আবাসিক এলাকা ৩, নিকুঞ্জ ১, আশকোনা ১, মানিকদী ১, উত্তরা-১৬, বেরিবাদ ১, গুলশান ৬, বনানী ১, রাজারবাগ ১, মহাখালী ২, বেগুনবাড়ি ১, তেজগাঁও ২। মিরপুরে মোট আক্রান্ত ৪১; কাজীপাড়া ১, মিরপুর ১০ নম্বর ৩, মিরপুর ১১ নম্বর ৬, মিরপুর ১২ নম্বর ২, মিরপুর ১৩ নম্বর ১, মিরপুর ১ নম্বর ১১, শাহ আলীবাগ ২, টোলারবাগ ৮, উত্তর টোলারবাগ ৬, পীরেরবাগ ১। এছাড়াও ঢাকা জেলাসহ দেশের ১৮ জেলায় মোট ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১০ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yPx1tY
0 Comments