হাথরাসে যেতে বাধা, গ্রেফতার রাহুল গান্ধী

https://ift.tt/eA8V8J
লক্ষ্ণৌ, ০১ অক্টোবর- ভারতের হাথরাসে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় রাহুল গান্ধীর। তুমুল ধাক্কাধাক্কির পর গ্রেফতার করা হয় তাকে। পথ আটকানোর জন্য সক্রিয় হয় দেশটির যোগী রাজ্যের পুলিশ। দেশটির খবরে বলা হয়, গ্রেফতার প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, আমি একা যেতে চেয়েছি। একা গেলে ১৪৪ ধারা ভঙ্গ করা হয় না। একইসঙ্গে তিনি টুইট করে জানিয়েছেন, দুঃখের সময়ে প্রিয়জনদের একা রাখা হয় না। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা, সরকারকে ভয় পাওয়াচ্ছে। এত ভয় পাবেন না, মুখ্যমন্ত্রী! আরও পড়ুন: পাকিস্তানে সংরক্ষণ হবে রাজ কাপুর-দিলীপ কুমারের পৈতৃক নিবাস হাথরাস পৌঁছনোর আগেই প্রিয়াঙ্কা ও রাহুলের পথ আটকায় দেশটির উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডায় ঢুকতেই কনভয় আটকায় পুলিশ। ধ্বস্তাধস্তির সময় রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা যায়। উত্তরপ্রদেশের হাথরসে দলিত মেয়ের গণধর্ষণ কাণ্ড গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এরপর হেঁটেই রওনা হন প্রিয়াঙ্কা। কিন্তু, হাথরাস পর্যন্ত যেতে দেওয়া হয় না। প্রিয়াঙ্কা বলেন উন্নাওয়ের ঘটনার পরও এতটুকু বদল হয়নি উত্তরপ্রদেশের। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ০১ অক্টোবর
https://ift.tt/2ShxTxO

Post a Comment

0 Comments