https://ift.tt/eA8V8J
কিশোরগঞ্জ, ০৪ অক্টোবর- কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এ অভিযান। কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক গঠিত টাস্কফোর্সের মাধ্যমে শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল। আরও পড়ুন: আদালতের খাসকামরা থেকে বিচারকের ব্যাগ চুরি এসময় অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের দায়ে ১৫ জনকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন পানিতে ডুবিয়ে দেওয়া হয়। পরে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১৫ জনের মধ্যে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানসহ পুলিশ, র্যাব ও বিআইডব্লিউটিএর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ওই ১০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৪ অক্টোবর
https://ift.tt/36vh6Qn
0 Comments