https://ift.tt/eA8V8J
অ্যাস্টন ভিলার বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচ মিলিয়ে মাত্র ৩টি গোল হজম করেছিল লিভারপুল। সেই অ্যাস্টন এবার এক ম্যাচেই লিভারপুলের জালে দিলো গুনে গুনে ৭টি গোল। নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই বড়সড় এক ধাক্কা খেলোয়াড় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। অবিশ্বাস্য বললেও হয়তো কম বলা হবে, নামে-ভারে কিংবা সাফল্যে লিভারপুলের কাছাকাছিও নেই অ্যাস্টন ভিলা। অথচ সেই দলের বিপখেই কি না ২-৭ গোলের বড় ব্যবধানে হারল অলরেডরা। প্রথম তিন ম্যাচ জিতে উড়তে থাকা লিভারপুলকে যেনো টেনে মাটিতে নামাল অ্যাস্টন। প্রায় ৫৭ বছর পর কোনো ম্যাচে সাত গোল হজম করল লিভারপুল। ১৯৬৩ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও ঠিক ৭-২ গোলেই হেরেছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। এবার শুধু বদলে গেছে দলের নাম। আরও পড়ুন: লা লিগায় শীর্ষস্থান দখল রিয়াল মাদ্রিদের রোববার রাতে নিজেদের ঘরের মাঠে পাওয়া অবিস্মরণীয় এ জয়ে হ্যাটট্রিক করেছেন অ্যাস্টন ফরোয়ার্ড অলি ওয়াটকিনস। এছাড়া জোড়া গোলের পাশাপাশি তিনটি এসিস্ট করেছেন জ্যাক গার্লিশ। অন্য দুই গোল করেছেন জন ম্যাকগিন ও রস বার্কলি। লিভারপুলের দুইটি গোলই করেছেন মোহামেদ সালাহ। ম্যাচের প্রথমার্ধেই হয়েছে পাঁচটি গোল। মাত্র ৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন ওয়াটকিনস, ২২ মিনিটে করেন দ্বিতীয়টি। জোড়া গোল খেয়ে পিছিয়ে পড়লেও, ৩৩ মিনিটের সময় একটি শোধ দেন মোহামেদ সালাহ। তবে বেশিক্ষণ এই গোলের রেশ টেকেনি। কেননা এর ছয় মিনিটের মধ্যে আরও দুই গোল করে স্বাগতিকরা। ম্যাচের ৩৫ মিনিটের সময় অ্যাস্টনের পক্ষে তৃতীয় গোলটি করেন জন ম্যাকগিন আর ৩৯ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূরণ করেন ওয়াটকিনস। ফলে ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাস্টন। দ্বিতীয়ার্ধে ফিরে প্রথম গোল করতে মাত্র দশ মিনিট সময় নেন রস বার্কলি, ম্যাচের স্কোরলাইন হয়ে যায় ৫-১। এর মিনিট পাঁচেক পর লিভারপুলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সালাহ। তবে এতে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো ৬৬ ও ৭৫ মিনিটে শেষ দুই গোলকে লিভারপুলকে লজ্জায় ডোবান গার্লিশ। উদ্ভাসিত এ জয়ের পর ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ বেশি খেলে সমান ৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে লিভারপুল। শীর্ষে থাকা এভারটনের সংগ্রহ ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ অক্টোবর
https://ift.tt/2SoEgzu
0 Comments