নারী নির্যাতন বিরোধী মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৭ অক্টোবর- নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে নারী ধষর্ণ ও নির্যাতনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার (০৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা পরিষদের সদস্য মানুষ নন্দী বলেন, সোমবার (০৫ অক্টোবর) পাটকল খোলার দাবিতে বামদের মিছিলে হামলা করেছে পুলিশ। ন্যাক্কারজনকভাবে পুলিশ হামলা করেছে। সে সময় তারা আমাদের নারী-কর্মীদের ওপর বেপরোয়া ও নির্লজ্জভাবে হামলা করেছে। সারাদেশে নারী ধর্ষণ ও নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৫ দিনের ব্যবধানে ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। গোটা জাতি হতবাক-স্তম্বিত। অনেকদিন ধরেই এই ঘটনা বাংলার বুকে ঘটে চলেছে। শাসকগোষ্ঠী এই ঘটনাগুলোর বিষয়ে দায়সারা কর্মকাণ্ড করে চলেছে। আরও পড়ুন: বেশিরভাগ ধর্ষকের সাজা হয় না মন্ত্রীদের কথা উল্লেখ করে মানুষ নন্দী বলেন, মন্ত্রীরা বলেন, আমেরিকা-ইউরোপের থেকে বাংলাদেশে নারী নির্যাতন কম হয়। ধর্ষণের ঘটনায় মন্ত্রীর এই ধরনের কথা বলেন। তাহলে আমরা কোনো দেশে বাস করছি? তিন বছরের কন্যা শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এরকম একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দেশে। বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। সূত্র: বাংলানিউজ এম এন / ০৭ অক্টোবর
https://ift.tt/2GNOO8A

Post a Comment

0 Comments