স্পেনে করোনার সংক্রমণ বাড়ায় ফের লকডাউন

https://ift.tt/eA8V8J
মাদ্রিদ, ০১ অক্টোবর- স্পেনে আবারও করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটির রাজধানীতে কড়া লকডাউন আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপের এ দেশটির সরকার। মাদ্রিদে বৃহস্পতিবার থেকে নতুন করে জারি করা লকডাউনে বিনা প্রয়োজনে কোনো বাসিন্দা ঘর থেকে বের হতে পারবে না। তবে মাদ্রিদের আঞ্চলিক গভর্নর কেন্দ্রীয় সরকারের এ লকডাউনের প্রতি দ্বিমত পোষণ করেছেন। আরও পড়ুন: সার্কাসে বন্যপ্রাণী ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স গত দুই সপ্তাহে মাদ্রিদে নতুন করে ১ লাখ ৩৩ হাজার ৬০৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর স্পেন নতুন করে লকডাউনের ওই সিদ্ধান্ত নেয়। দেশটির বেশিরভাগ অঞ্চলের গভর্নররা বুধবার করোনা নিয়ে জরুরি সভায় লকডাউনের পক্ষে মতামত দেন। বিনাপ্রয়োজনে কেউ মাদ্রিদে প্রবেশ করতে পারবেন না; এখান থেকে কেউ বেরও হতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে, আজার করতে এবং ডাক্তার দেখাতে বাইরে যেতে পারবেন। খেলার মাঠ ও পার্ক বন্ধ থাকবে, বাড়িতে কোনো অনুষ্ঠান করলে ছয়জনের বেশি এতে অংশগ্রহণ করতে পারবে না। সূত্র : যুগান্তর এন এইচ, ০১ অক্টোবর
https://ift.tt/3jl4LBN

Post a Comment

0 Comments