দায়মুক্তিতে জুটি বাঁধলেন সাইমন-সুস্মি

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৫ সেপ্টেম্বর- সরকারি অনুদানের সিনেমা দায়মুক্তিতে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা সুস্মি রহমানকে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি স্টুডিওতে সাইমন ও সুস্মি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হন। এটি পরিচালনা করছেন কমল সরকার। এ প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, দায়মুক্তিতে অভিনয়ের ব্যাপারটি আগেই মৌখিকভাবে চূড়ান্ত করা ছিল, আজ কাগজে-কলমে চুক্তিবদ্ধ হলাম। গল্পটা দারুণ, সেজন্যই সরকারি অনুদান পেয়েছে। আশা করছি ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে। সুস্মি বলেন, সাইমন ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ হতে যাচ্ছে। সিনেমাটির গল্প আমার অনেক পছন্দ হয়েছে। আজ চুক্তিবদ্ধ হলাম, সব মিলিয়ে ভালো একটি কাজ হতে যাচ্ছে। আরও পড়ুন-ব্রিটিশবিরোধী বিপ্লবী নারী চরিত্রে পরীমনি কমল সরকার পরিচালিত দায়মুক্তির সার্বিক দায়িত্বে আছেন বদিউল আলম খোকন। এটি মূলত বৃদ্ধাশ্রমের একটি গল্পকে উপজীব্য করে নির্মিত হচ্ছে। দায়মুক্তি দুই বছর আগে ২০১৭ সালে সরকারি অনুদান পেয়েছে। তবে নানা কারণে এতদিন সিনেমাটির শুটিং শুরু করতে পারেনি বলে জানান পরিচালক। সূত্র: বাংলা নিউজ আডি/ ২৫ সেপ্টেম্বর
https://ift.tt/2G1s19n

Post a Comment

0 Comments