এবার আত্মহত্যা করলেন ভারতের এক অভিনেত্রী

https://ift.tt/eA8V8J
মুম্বাই, ১০ সেপ্টেম্বর- চলমান করোনাকালে ভারতের বিনোদন অঙ্গনের বেশ কজন তারকা আত্মহত্যা করেছেন। দিনদিন তারকাদের জীবন বিসর্জনের তালিকা বেড়েই চলছে। আত্মহত্যার এই নির্মম তালিকায় এবার যুক্ত হলেন তেলেগু টিভি অভিনেত্রী শ্রাবণী কোন্দপল্লী। বুধবার (৯ সেপ্টেম্বর) হায়দরাবাদের নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬। শ্রাবণীর পারিবারিক সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসর খবর, গোসল করার অজুহাতে শ্রাবণী তার রুমে প্রবেশ করেন। কিন্তু একঘণ্টা সময় চলে যাওয়ার পরও যখন সে তার রুম থেকে বের হচ্ছিল না, তখন পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ জাগে। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে তার মৃত্যুর কারণ এবং কোনো সুইসাইড নোট খুঁজে পায়নি। অবশ্য অভিনেত্রীর আত্মহত্যার জন্য তার সাবেক প্রেমিক ও অভিনেতা দেবারাজুকে দায়ীকে করেছেন শ্রাবণীর পরিবার। পুলিশ সূত্রে জানা গেছে, গত জুনে অভিনেত্রীকে হেনস্থা করার অভিযোগে দেবারাজুকে গ্রেফতার করা হয়েছিল। সে শ্রাবণীকে জোরপূর্বক বিয়ে করতে চেয়েছিল। এখন পরিবারের অভিযোগ, দেবারাজুর হেনস্থার জন্যেই নিজের জীবন শেষ করে দিয়েছেন শ্রাবণী। আরও পড়ুন- রিয়ার জন্য কারিনা, সোনম ও বিদ্যার প্রার্থনা এরই মধ্যে পরিবারের অভিযোগে দেবারাজুর বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। এখন এ বিষয়ে তদন্ত চলছে। আডি/ ১০ সেপ্টেম্বর
https://ift.tt/2ZokXtW

Post a Comment

0 Comments