স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৮ জুলাই - ক্যান্সারে আক্রান্ত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর ৪টায় এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শফিউল বারী বাবুর মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন বলেও জানান শায়রুল। আরও পড়ুন: বাংলাদেশের অর্থে নেপালে হবে বৌদ্ধবিহার এর আগে সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, শফিউল বারী বাবু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, তার স্বাস্থ্যের আরও অবনতি হওয়ায় তাকে সোমবার সন্ধ্যায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে রাত ১টা ৫২ মিনিটে শফিউল বারী বাবুকে এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৮ জুলাই
https://ift.tt/2X5CkyK

Post a Comment

0 Comments