নাভালনির শরীরে বিষপ্রয়োগের প্রমাণ পেয়েছে জার্মানি

https://ift.tt/eA8V8J
বার্লিন, ০৩ সেপ্টেম্বর- রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগের নিশ্চিত প্রমাণ পাওয়ার দাবি করেছে জার্মানি। দেশটি জানিয়েছে, নাভালনির শরীরে নভিচোক নামের একটি নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়। জার্মানির চ্যান্সেলর আ্যঙ্গিলা মার্কেল বলেছেন, নাভালনি হত্যাচেষ্টার শিকার হয়েছেন। এর জন্য রাশিয়াকে বিশ্ব সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গত মাসে রাশিয়ার সাইবেরিয়ায় এক বিমানযাত্রার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কোমায় থাকা অবস্থায় তাকে চিকিৎসার জন্য বার্লিনে নিয়ে যাওয়া হয়। তার দলের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনির ওপর বিষপ্রয়োগ করা হয়। তবে প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে ক্রেমলিন। জার্মানির এই বক্তব্যের পর, পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চেয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা অভিযোগ করেন, কোনরকম তথ্য প্রমাণ ছাড়াই নাভালনির ওপর নভিচোক প্রয়োগের কথা বলছে জার্মানি। আরও পড়ুন: হাঙ্গেরিতে দ্বিতীয় দফায় করোনার আঘাত, সব সীমান্ত সংযোগ বিচ্ছিন্ন সত্তরের দশকে নোভিচোক নার্ভ এজেন্ট তৈরি করে সোভিয়েত ইউনিয়ন। ২০১৮ সালে সাবেক রাশিয়ান গুপ্তচর সের্গেই স্ক্রিপালের ওপরেও এই বিষাক্ত রাসায়নিকটি প্রয়োগ করা হয়। সেসময়ও রাশিয়ার দিকেই অভিযোগের আঙুল ওঠে। নাভালনির ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য রাশিয়ার প্রতি দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: বিবিসি এম এন / ০৩ সেপ্টেম্বর
https://ift.tt/3jM5fRn

Post a Comment

0 Comments