সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে বায়ার্ন

https://ift.tt/eA8V8J
সবশেষ মৌসুমে ট্রেবল জয়ীরাই জিতে নিল মৌসুমের প্রথম ইউরোপীয় শিরোপা। সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতে নিলো বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় জার্মান জায়ান্টরা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। দারুণ এক হেডে বদলি খেলোয়াড় জাভি মার্টিনেজ শিরোপা নির্ধারনী গোলটি করেন ম্যাচের ১০৪ মিনিটে। ২০১৩ সালে বায়ার্নের প্রথম সুপার কাপ শিরোপাতেও বদলি নেমে দলকে সমতা এনে দেওয়া গোল করেছিলেন মার্টিনেজ। আরও পড়ুন: বিদায় নিতে এসে কান্নায় ভেঙে পড়লেন সুয়ারেজ এর আগে ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টি থেকে সেভিয়াকে এগিয়ে দেন লুকাস ওকাম্পোস। গোলের জন্য মুখিয়ে থাকা বায়ার্ন অবশ্য ৩৪ মিনিটেই ম্যাচে সমতা ফেরায়। রবার্ট লেভানডস্কির এসিস্ট থেকে জাল খুঁজে নেন লিওন গোরেৎজকা। বায়ার্নের এটি দ্বিতীয় উয়েফা সুপার কাপ শিরোপা। এর আগে চার বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাভারিয়ান ক্লাবটি। এরপর এবারই প্রথম উয়েফা সুপার কাপ খেলতে নেমেছিল দলটি। এ ম্যাচে প্রায় ২০ হাজার দর্শক ছিল মাঠে। করোনা পরবর্তী সময়ে ইউরোপিয়ান বড় কোনো প্রতিযোগিতায় যা এটাই প্রথম। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৫ সেপ্টেম্বর
https://ift.tt/3kNeuRO

Post a Comment

0 Comments