https://ift.tt/eA8V8J
নয়াদিল্লি, ০৩ সেপ্টেম্বর- চেন্নাই সুপার কিংসের একাধিক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনা হওয়ার পর থেকেই বাড়তি সতর্কতা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর শিবিরে। বেঙ্গালুরুর কোচ মাইক হেসনের মুখে আগেই শোনা গেছে সেকথা। এবার অধিনায়ক বিরাট কোহলিও এ ব্যাপারে কড়া মনোভাব দেখালেন। আরসিবি একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের ওপর বাড়তি গুরুত্ব দিয়ে দলের সঙ্গে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়ে গেছে। তরুণ ক্রিকেটারদের জৈবসুরক্ষা বলয়ের গুরুত্ব বোঝাতে তাদের সঙ্গে নিজে কথা বলেছেন কোহলি। তিনি বলেন, ওদের বলেছি, বাড়তি চাপ নেওয়ার কিছু নেই। পরিস্থিতি একদমই স্বাভাবিক নয়। তাই পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে হবে। টুর্নামেন্টের নিয়ম মেনে চলতে হবে। কারণ আমরা এখানে সবাই ক্রিকেট খেলতে এসেছি, ফুর্তি করতে আসিনি। বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়েই আমাদের আইপিএলকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেককে সেটা মেনে চলতে হবে। আরও পড়ুন-অবশেষে দেশে ফিরেছেন সাকিব নেটে অনুশীলনে নেমে অবশ্য স্বস্তি পেয়েছেন কোহলি। দীর্ধ পাঁচ মাস পরে ব্যাট হাতে নেটে ঢোকার সময় শুরুতে সামান্য নার্ভাস ছিলেন। অতিমারীর প্রকোপে পেয়ে যাওয়া ছুটি উপভোগ করলেও ক্রিকেটকে যতটা মিস করবেন ভেবেছিলেন, বাস্তবে ততটা করেননি বলে দাবি করেছেন বিরাট। তিনি বলেন, কতদিন পর ক্রিকেটে ফিরছি। প্র্যাকটিসে নামার সময় এটা প্রথম অনুভব করি। প্র্যাকটিস সেশনে ঢোকার সময় একটু নার্ভাস লাগছিল। একটা ভয় কাজ করছিল। অবশ্য পরক্ষণেই সেটা ঠিক হয়ে যায়। সত্যি বলতে ক্রিকেটকে যতটা মিস করব ভেবেছিলাম, ততটাও করিনি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন এমএ/ ০৩ সেপ্টেম্বর
https://ift.tt/2Z2X379
0 Comments