ক্রাইস্টচার্চ মসজিদে হামলা মামলার রায় আজ

https://ift.tt/eA8V8J
ওয়েলিংটন, ২৭ আগস্ট - নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে বর্বর বন্দুক হামলার বিচারের রায় ঘোষণা হবে আজ (বৃহস্পতিবার)। রায় ঘোষণার আগে বেঁচে থাকা ভোক্তভুগীরা কথা বলেন বর্ণবাদি হামলার একমাত্র আত্মস্বীকৃত খুনির সাথে। এ সময় হামলায় প্রাণ হারানোদের মধ্যে সবচেয়ে ছোট ৩ বছরের মুকাদ্দাদ ইব্রাহিমের পিতা বলেন, পরবর্তী জীবনে তার জন্য প্রকৃত বিচার অপেক্ষা করছে। আদেন ইব্রাহিম বলেন, আমার ছেলেকে তুমি হত্যা করেছে। এটা আমার কাছে পুরো নিউজিল্যান্ড বাসিকে হত্যা করার মতোই বেদনাদায়ক। পরবর্তী জীবনে আসল বিচার অপেক্ষা করছে। আর সেটা হবে আরো ভয়াবহ। আমি কখনো তোমাকে ক্ষমা করবো না। আরও পড়ুন: ৩ টি মসজিদে হামলা চালাতে চেয়েছিল ক্রাইস্টচার্চের বন্দুকধারী ২৯ বছরের ব্যান্টন টরেন্ট নামরে এ অস্ট্রেলিয় নাগরিককে ৫১টি হত্যা ও ৪০টি হত্যা চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত করা হয়। ২০১৯ সালের সে হত্যাকাণ্ড ফেসবুকে লাইভ প্রচার করে এ বর্ণবিদ্বেষী খুনি। ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয় ব্রেন্টন ট্যরেন্ট নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম ব্যক্তি যাকে প্যারোলহীন আমৃত্যু কারাদণ্ড দেয়া হতে পারে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৭ আগস্ট
https://ift.tt/3b0Ed5B

Post a Comment

0 Comments