সাতক্ষীরায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত

https://ift.tt/eA8V8J
সাতক্ষীরা, ২৬ আগস্ট - করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ২১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- জেলার তালা উপজেলার সেনেরগাতি গ্রামের দীপেন্দ্রনাথ এর ছেলে প্রশান্ত কুমার (৪৮), একই উপজেলার খলিলনগর গ্রামের শরিফ হোসেনের ছেলে ইমান আলী গাজী (৯০) ও যশোর জেলার কেশবপুর থানার পুরুলিয়া গ্রামের খায়রুল বাশার এর ছেলে হারুন অর রশিদ (৫৫)। আরও পড়ুন: সংস্কার হয়নি সাতক্ষীরার উপকূলীয় বাঁধ, দুর্ভোগে এলাকাবাসী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মানস কুমার মন্ডল জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তারা ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় নতুন করে আরও ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৯৮৭ জনে দাঁড়িয়েছে। করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৬ আগস্ট
https://ift.tt/31qZoKS

Post a Comment

0 Comments