https://ift.tt/eA8V8J
গোপালগঞ্জ, ২৬ আগস্ট - গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৩০৩ জনে। মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, কাশিয়ানী উপজেলায় ৪ জন, কোটালীপাড়া উপজেলায় ৪ জন ও মুকসুদপুর উপজেলায় ২ জন রয়েছেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আরও পড়ুন: গোপালগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার করোনা সংক্রমিতদের মধ্যে জেলায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আর একজন করোনা রোগী আত্মহত্যা করেছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৭ জন এবং জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৪ জন। করোনা আক্রান্ত ২ হাজার ৩০৩ জনের মধ্যে সদর উপজেলায় ৮৩৭ জন, কাশিয়ানী উপজেলায় ৪৩১ জন, কোটালীপাড়া উপজেলায় ৩৮০ জন, মুকসুদপুর উপজেলায় ৩৪৪ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৩১১ জন রয়েছেন। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ২৬ আগস্ট
https://ift.tt/34z9J9i
0 Comments