ঘূর্ণিঝড় লরায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা

https://ift.tt/eA8V8J
ব্যাটন রাউজ, ২৮ আগস্ট - ঘূর্ণিঝড় লরা আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়েছে লু্ইজিয়ানা রাজ্যের দক্ষিণাঞ্চল। সেখানে ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে চারজনই মারা গেছেন গাছের নিচে চাপা পড়ে। লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) লরা ক্যাটাগোরি-৪ ঝড় রূপ নিয়ে উপকূলে আঘাত হানে। গাছপালা, ঘরবাড়ি সব উপড়ে ফেলে। তাতে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পাওয়ার আউটেইজেস ডটকমের রিপোর্ট অনুযায়ী ৮ লাখ ৪৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। আরকানসাস রাজ্যে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ৫৫ হাজার গ্রাহক। আরও পড়ুন: হারিকেন লরার কবলে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা, আকস্মিক বন্যা বৃহস্পতিবার রাত ১টার দিকে ঘূর্ণিঝড় লরার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ মাইল। তাতেই দক্ষিণ লুইজিয়ানার কয়েক মাইল লণ্ডভণ্ড হয়ে যায়। উপকূলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। কোথাও কোথায় উঠে যায় বন্যার মতো পানি। একইরকম পরিস্থিতি তৈরি হয় আরকানসাস রাজ্যেও। সূত্র : রাইজিংবিডি এন এইচ, ২৮ আগস্ট
https://ift.tt/3jjIOTd

Post a Comment

0 Comments