বিশ্বে করোনা জয় করেছে ৯৯ লাখের বেশি মানুষ

https://ift.tt/eA8V8J
করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৭ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬২ লাখের মতো। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ৯৯ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭০০ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। একইসময়ে বিশ্বজুড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি। এদিন সাড়ে ৮শ প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৪৯ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ। দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১ হাজার ১০০ এর বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজার। আক্রান্ত ২৪ লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত পৌনে ৪ লাখের বেশি। টানা তৃতীয় দিনের মতো অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। মোট আক্রান্ত প্রায় ১৪ লাখ। মৃতের সংখ্যা ৩২ হাজারের বেশি। এদিন ৩০০ করে মৃত্যু দেখেছে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া। আরও পড়ুন: পৃথিবীতে আবার করোনা শনাক্তের রেকর্ড বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৬ লাখ ৪৭ হাজার ৫৮৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১ কোটি ৬১ লাখ ৮৯ হাজার ৫৭৬ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৫ লাখ ৭২ হাজার ৬৮৩ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ২২৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯৯ লাখ ৩ হাজার ৮১ জন সুস্থ হয়ে উঠেছেন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এন এইচ, ২৬ জুলাই
https://ift.tt/3f0hGpG

Post a Comment

0 Comments