বিধি ভেঙে ওয়াসা এমডি তাকসিমকে টানা ৫ বার নিয়োগ

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৬ জুলাই - তাকসিমের দুর্নীতির অভিযোগ ১১ মাসেও তদন্ত করেনি মন্ত্রণালয়। তাকসিমের নিয়োগ ও পুনর্নিয়োগের স্বাধীন নিরীক্ষা চায় টিআইবি। নিয়োগই প্রশ্নবিদ্ধ। তারপরও পুনর্নিয়োগ অব্যাহত। টানা পাঁচ মেয়াদে এগারো বছর ধরে ওয়াসা প্রধানের দায়িত্বে প্রকৌশলী তাকসিম এ খান। দুর্নীতির অভিযোগ থাকলেও থমকে আছে তদন্ত। বিষয়টি স্বাধীন নিরীক্ষার বিকল্প দেখছে না দুর্নীতিবিরোধী গবেষণা প্রতিষ্ঠান- টিআইবি। তবে ওয়াসা প্রধান বলছেন, নিয়োগকর্তা সন্তুষ্ট বলেই বারবার নিয়োগ পাচ্ছেন তিনি। দুহাজার নয়ে প্রথমবারের মত ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান প্রকৌশলী তাকসিম এ খান। বিজ্ঞপ্তিতে চাওয়া হয়েছিল, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন খাতে বিশ বছরের আবশ্যিক অভিজ্ঞতা। কিন্তু কোন অভিজ্ঞতাই ছিল না তাকসিমের। তারপরও নিয়ম ভেঙে তাকে নিয়োগ দেয়ায় ওয়াসা বোর্ডকে সতর্ক করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রশ্নবিদ্ধ ওই নিয়োগের মেয়াদ শেষ হলে আরও চারবার তাকসিম এ খানকে পুনর্নিয়োগ দেয়া হয়েছে, যার কোনটিই বিধিসম্মত নয়। এভাবেই টানা পাঁচ মেয়াদে এগারো বছর ধরে ওয়াসা প্রধানের দায়িত্বে আলোচিত এই প্রকৌশলী। আইনের শাসন, জবাবদিহি নিশ্চিত করতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের প্রশ্নবিদ্ধ নিয়োগ ও অব্যাহত পুনর্নিয়োগ স্বাধীনভাবে নিরীক্ষার দাবি জানিয়েছে টিআইবি। আরও পড়ুন: ওয়াসার কথা বেশি কাজ কম টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুরো প্রক্রিয়াটি একটি স্বাধীন, নিরপেক্ষ নিরীক্ষার প্রয়োজন আছে।ওয়াসার শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছে তাদের সম্পদের বিবরণী প্রকাশিত হোক। শুধু নিয়োগেই ঝামেলা নয়, দুর্নীতিরও অভিযোগ রয়েছে তাকসিমের বিরুদ্ধে। গেল বছর টেন্ডার জালিয়াতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্ত করে পনেরো দিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে বলে দুর্নীতি দমন কমিশন। কিন্তু এগারো মাসেও জমা পড়েনি সেই প্রতিবেদন। দুর্নীতির অভিযোগ, প্রশ্নবিদ্ধ নিয়োগ ও বারবার বিধি ভেঙে পুনর্নিয়োগ নিয়ে তাকসিম এ খান বলেন, নিয়োগকর্তার ইচ্ছায় ওয়াসা প্রধানের পদে রয়েছেন তিনি। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন,নিয়োগকর্তা আমাকে যদি কালকে বলে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বা আমাকে আর পুনঃনিয়োগ করবে না তাহলে আমি চলে যাবো। আমার যে নিয়োগকর্তা তাকেই জিজ্ঞেস করেন কেনো আমাকে এগারো বছর এই অবস্থানে রেখেছেন, আমাকে জিজ্ঞেস করলে এর উত্তর নাই। ওয়াসায় দুর্নীতি রোধে ব্যবস্থা নেয়ার কারণেই সমালোচনার শিকার হচ্ছেন বলেও দাবি তাকসিম এ খানের। সূত্র : বিডি২৪লাইভ এন এইচ, ২৬ জুলাই
https://ift.tt/2CFRx2B

Post a Comment

0 Comments