ঢাকার খালগুলো দিয়ে ছোট ছোট নৌযান চলার সুযোগ হবে

https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৪ জুলাই- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকা শহরের চারপাশের নদী তীরের অবৈধ দখল মুক্ত করা হয়েছে। দূষণমুক্তও করা হবে। দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রী মাস্টার প্লানের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। এলজিআরডি মন্ত্রণালয়ের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ চলছে। বিআইডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদকৃতস্থান তুরাগ, বালু ও শীতলক্ষা নদী তীরে সীমানা পিলার ও তীররক্ষা কার্যক্রম নৌপথে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরের খালগুলো দখল ও দূষণ মুক্ত করতে ঢাকা সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসার যে ধরনের সাপোর্ট দেয়ার কথা ছিল সেটি গত দেড় বছরে পাওয়া যায়নি। বর্তমান ঢাকা দক্ষিণ সিটির মেয়র খালগুলোর দখল ও দূষণ মুক্ত করতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছেন সমন্বিতভাবে কাজ করে খালগুলোর প্রবাহ ঠিক রাখা সম্ভব হবে। মাস্টারপ্লান অনুযায়ী কাজ হলে শুধু ঢাকার চারপাশে নয়, ঢাকার মধ্যকার খালগুলো দিয়েও ছোট ছোট নৌযান চলার সুযোগ হবে। আরও পড়ুন:খোঁজ মিলেছে পাপুল চক্রের প্রমোদতরী, গাড়ি, গহনার পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পূর্বাচলের হরদি বাজার এলাকায় গাছের চারা রোপণ করেন। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, সদস্য (অপারেশন) নুরুল আলম এবং সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান উপস্থিত ছিলেন। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৪ জুলাই
https://ift.tt/2ZVvC04

Post a Comment

0 Comments