ডাক্তার না হয়েও লেখেন প্রেসক্রিপশন, খুলেছেন ক্লিনিক!

https://ift.tt/eA8V8J
রংপুর, ২৪ জুলাই- রংপুর নগরীর মেডিক্যাল মোড় এলাকায় অনুমোদনহীন সেবা হাসপাতাল নামে একটি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ক্লিনিকের মালিক ভূয়া চিকিৎসক রফিকুল ইসলামকে গ্রেপ্তারসহ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে র্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় র্যাবের কোম্পানী কমান্ডার হাফিজুর রহমানসহ র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন:১৭ নদীর পানি বিপদসীমার ওপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, রফিকুল ইসলাম চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অনুমোদনহীন ক্লিনিক পরিচালনা করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। তিনি চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লিখছিলেন এবং যথারীতি রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এ ক্লিনিকে অন্য কোন চিকিৎসকের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি জানান, ক্লিনিকের অপারেশন থিয়েটার অস্বাস্থ্যকর। পুরো অবৈধভাবে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিলো। এ অপরাধের জন্য রফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানাসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অনুমোদনহীন ক্লিনিকগুলোর বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। আর আগে গত ৭ জুলাই হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠান থেকে ভুয়া চিকিৎসক, ম্যানেজার ও দালালসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নগরীর নগরীর ধাপ এলাকায় অনুমোদনহীন ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/২৪ জুলাই
https://ift.tt/3fZ5Ltu

Post a Comment

0 Comments