https://ift.tt/eA8V8J
ঢাকা, ২৮ জুলাই- করোনাকালে সুসংবাদ পেয়েছেন জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। প্রথমবার বাবা হওয়ার স্বাদ পেলেন এই হকি তারকা। আজ (সোমবার) কলাবাগানের একটি ক্লিনিকে তার স্ত্রী ফারজানা আক্তারের কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। মা ও নবজাতক সন্তান দুজনই সুস্থ আছেন। প্রথমবারের মতো বাবা হওয়া অনুভূতি জিমির কাছে অন্যরকম, আসলে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। দুপুরে সুসংবাদটি পেয়েছি। আমাদের পরিবারের সবাই অনেক খুশি। আরও পড়ুন:বিয়ে করলেন ক্রিকেটার মেহেদী হাসান নবজাতক সন্তানের নাম এখনও ঠিক করা হয়নি। পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে মেয়ের নাম রাখতে চাইছেন জিমি, মা ও মেয়েকে আপাতত কয়েক দন হাসপাতালে থাকতে হবে। এর মধ্যেই হয়তো সবাই মিলে নামও ঠিক করে ফেলতে পারবো। সূত্র: বাংলা ট্রিবিউন আর/০৮:১৪/২৮ জুলাই
https://ift.tt/334FMNJ
0 Comments