সাহেদকে নিয়ে ডিবির অভিযান, অস্ত্র-মদ উদ্ধার

https://ift.tt/eA8V8J
ঢাকা, ১৯ জুলাই- রিজেন্ট হাসপাতালে করোনা ভাইরাস চিকিৎসার নামে মহাপ্রতারণার দায়ে গ্রেফতার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদকে সঙ্গে নিয়ে মধ্যরাতে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ জুলাই) দিনগত রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালনো হয়। এসময় সাহেদের ব্যক্তিগত গাড়ি থেকে বিদেশি মদ, ফেন্সিডিল ও পিস্তল উদ্ধার করা হয়। আরও পড়ুন:শুধু স্বাস্থ্য খাত নয়, সাহেদের প্রতারণা শিক্ষা খাতেও সংশ্লিষ্টরা জানান, ডিবি পুলিশের সদস্যরা সাহেদকে নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৬২ নম্বর বাসার সামনে অভিযান চালায়। সেখানে সাহেদের একটি সাদা প্রাইভেটকার ছিল। সেই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডিবির সদস্যরা পাঁচ বোতল বিদেশি মদ, ১০ বোতল ফেন্সিডিল, পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, মধ্যরাতে ডিবি পুলিশ সাহেদকে নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে মদ, ফেন্সিডিল ও পিস্তল উদ্ধার হওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সূত্র: বাংলানিউজ আর/০৮:১৪/১৯ জুলাই
https://ift.tt/3fJQiNQ

Post a Comment

0 Comments