https://ift.tt/eA8V8J
নয়াদিল্লি, ১৯ জুলাই- বাংলাদেশের পাশ্ববর্তি দেশ ভারতে করোনায় আক্রান্তের এযাবত কালের সব রেকর্ড ভঙ্গ করলো। সব সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে শুধুমাত্র ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ৩৮ হাজার ৯০২ জন। যা কিনা এখন পর্যন্ত সর্বাধিক। এছাড়া ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। নতুন করে সংক্রমণের জেরে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮তে। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯। সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩ ও মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮১৬ জনের। আরও পড়ুন:দৃষ্টিহীনকে বাসে তুলে বাড়ি উপহার পেলেন সেই নারী অন্যদিকে একটি সমীক্ষার বক্তব্য, প্রতিদিন যেভাবে লাগামছাড়া আক্রান্তের সংখ্যা হু-হু করে বেড়ে চলেছে তাতে ভবিষ্যৎ এর জন্য আরও বড় অশনি সংকেত বয়ে আনবে এই ভাইরাস। এমনটাই জানাচ্ছেন গবেষক মণ্ডলীরা। শুধুতাই নয় আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ভারত করোনা আক্রান্তের শীর্ষে পৌঁছে যাবে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/১৯ জুলাই
https://ift.tt/3eEGX8V
0 Comments