উল্লাপাড়ায় পেট্টোল তৈরির অবৈধ কারখানায় বয়লার বিস্ফোরণ

https://ift.tt/eA8V8J
সিরাজগঞ্জ, ২৭ জুলাই - সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি অবৈধ পেট্টোল উৎপাদন কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার মালিক শাহিন আলম আকন্দ আহতসহ কারখানায় বেশ ক্ষতি হয়েছে। রোববার বিকেল পাঁচটার দিকে ঘাটিনা উপজেলার এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার ঘাটিনা গ্রামের মৃত মহির উদ্দিন আকন্দের ছেলে শাহিন আলম আকন্দ প্রায় একমাস হলো নিজ বাড়িতেই পেট্টোল তৈরির একটি কারখানা খুলেছে। পলিথিন পুড়িয়ে উৎপাদিত পেট্টোল বাজারজাত করে আসছিল। রোববার বিকেলে বয়লার মেশিনে পলিথিন পোড়ানো কালে বয়লারটি বিস্ফোরণ ঘটে। এতে বয়লার হাউজসহ ব্যপক ক্ষয়ক্ষতি ও বিভিন্ন সামগ্রিতে আগুন ধরে যায়। এ ঘটনায় শাহিন আলম নিজেও আহত হয়েছে। আরও পড়ুন: বাসের হেলপার থেকে কোটিপতি ইউপি চেয়ারম্যান শাহিন আলম জানান, পলিথিন পুড়িয়ে পেট্টোল উৎপাদনের বিষয়ে সরকারের কোনো বিভাগ থেকেই তিনি অনুমতি নেননি। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক কুমার দাশ জানান, বিষয়টি জেনে ইতোমধ্যেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ২৭ জুলাই
https://ift.tt/3f4fq0y

Post a Comment

0 Comments