https://ift.tt/eA8V8J
লালমনিরহাট, ২৭ জুলাই - লালমনিরহাটের আদিতমারীতে নারী শিক্ষার উন্নয়নে এবং বাল্যবিয়ে রোধে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে আদিতমারী উপজেলা পরিষদ চত্ত্বরে এসব বাইসাইকেল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। জানা গেছে, কয়েক বছর আগে লালমনিরহাট জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষনা করা হলেও নানা কারনে বাল্যবিয়ে মুক্ত করা সম্ভব হয়নি। দারিদ্রতা, যোগাযোগ সমস্যা ও ইভটিজিংসহ নানান কারণে আদিতমারী উপজেলায় প্রতিনিয়ত বাল্যবিয়ের শিকার হচ্ছে উচ্চ মাধ্যমিকের মেধাবী শিক্ষার্থীরা। তাই বাল্যবিয়ে রোধে ভুমিকা রাখতে উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সদস্যরা বাল্যবিয়ে রোধে সহপাঠি ও অভিভাবকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে প্রশাসনকে তথ্য প্রদান করবে। একই সাথে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাওয়া ছাত্রীরা এখন থেকে বাইসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে। আরও পড়ুন: তিস্তা পাড়ে রেড অ্যালার্ট জারি, আতঙ্কে স্থানীয়রা এ কমিটির সদস্যদের জন্য প্রতিটি বিদ্যালয়ের ৫জন করে মোট ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদানের প্রকল্প গ্রহন করে উপজেলা পরিষদ। উপজেলা বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) থেকে দেড় লাখ টাকা বরাদ্ধের এ প্রকল্পে ২০টি বাইসাইকেল ক্রয় করে ২০জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হয়। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান, সমবায় অফিসার ফজলে এলাহী ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম প্রমুখ। সূত্র : প্রতিদিনের সংবাদ এন এইচ, ২৭ জুলাই
https://ift.tt/39zvrun
0 Comments