দিঘার সৈকতে ভেসে এসেছে ৩৫ ফুট দীর্ঘ দৈত্যাকার তিমি

https://ift.tt/eA8V8J
কলকাতা, ৩০ জুন- সমুদ্র সৈকতে পড়ে আছে বিশাল এক মৃত তিমি। পশ্চিমবঙ্গের দিঘার কাছে মন্দারমণি সমুদ্র সৈকতে ৩৫ ফুট দীর্ঘ ওই দৈত্যাকার তিমিটি দেখতে লকডাউন উপেক্ষা করে বহু মানুষ ভিড় জমিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে ১৫০ কিলোমিটার দূরে ওই সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে ভেসে এসেছে তিমিটি। বিরাট এই প্রাণীটির মাথায় ও লেজে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। কীভাবে মৃত্যু হয়েছে তিমিটির, তা এখন পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে মন্দারমণির সৈকতে ওই বিশাল তিমিটির ভেসে আসার কথা। খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। বন ও বন্যজীবন এবং মৎস্য বিভাগের কর্মকর্তারাও আসেন সেখানে। বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র মন্দারমণি। সূত্র : এনডিটিভি এম এন / ৩০ জুন
https://ift.tt/2ZpiYVB

Post a Comment

0 Comments