মাটির নিচে ২২০০ বছরের শহর

https://ift.tt/eA8V8J
এক হাজার বছরেরও বেশি আগে পরিত্যক্ত হয়ে গিয়েছিল প্রাচীন রোমের ফালেরি নোভি শহর। সময়ের সঙ্গে সঙ্গে সেটি চলে গিয়েছিল মাটির নিচে। সেখানেই এখনও রয়েছে নগরীর বেশিরভাগ অংশ। পুরাবিদরা সেই অবস্থায়ই তৈরি করেছেন এর মানচিত্র। ভূঅভ্যন্তরে লুকিয়ে থাকা প্রাচীন শহরের কাঠামোয় ধরা পড়েছে উপাসনালয় ও স্নানাগারের অস্তিত্ব। আধুনিক রোম থেকে ৫০ কিলোমিটার দূরে ইটালির গ্রামীণ অঞ্চলেই রয়েছে এর ধ্বংসাবশেষ। খ্রিস্টের জন্মের ২৪১ বছর আগে তৈরি হওয়া এ শহরে জনজীবন ছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দী অবধি। পাঁচিল দিয়ে ঘেরা এ শহর ছিল ছোট। মোট আয়তন ছিল মাত্র ০.১ বর্গমাইল বা ০.৩ বর্গকিলোমিটার। এম এন / ২৯ জুন
https://ift.tt/3eMPN5e

Post a Comment

0 Comments