https://ift.tt/eA8V8J
বৈরুত, ০৬ মে - চলাফেরায় কড়াকড়ির মেয়াদ বাড়িয়েছে লেবানন। দেশটিতে কড়াকড়ির মেয়াদ দুসপ্তাহ বাড়িয়ে আগামী ২৪ মে পর্যন্ত করা হয়েছে। দেশজুড়ে করোনার বিস্তাররোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবাননে এখন পর্যন্ত ৭৪১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ২৫ জন। গত ১৫ মার্চ থেকে দেশটিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাঁচ ধাপে দেশটি থেকে বিভিন্ন বিধি-নিষেধ তুলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতোমধ্যেই কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। চলতি সপ্তাহে রেস্টুরেন্টগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে এসব রেস্টুরেন্ট আগের মতো কার্যক্রম চালাতে পারবে না। প্রত্যেকের ধারণক্ষমতার ৩০ ভাগ ক্রেতা নিয়ে রেস্টুরেন্ট পরিচালনা করতে হবে। ইতোমধ্যেই বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। এছাড়া বিশেষ কিছু শর্তের আওতায় গণপরিবহন চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। এসব পরিবহনে সীমিত আকারে যাত্রী পরিবহন করা যাবে। বুধবার চলাফেরার কড়াকড়ি বাড়ানোর বিষয়ে ঘোষণা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে এই মহামারি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কারণ লোকজন কড়াকড়ি ঠিকভাবে পালন করছে না। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীকে এই কড়াকড়ি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। না হলে দ্বিতীয়বারের মতো করোনার প্রবাহ শুরু হবে, যা হবে আরও ক্ষতিকর। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। ইউরোপ-আমেরিকায় সবচেয়ে বেশি বিপর্যয় ডেকে এনেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৬ মে
https://ift.tt/2YBQE3l
0 Comments