করোনার পর যেন প্রিমিয়ার লিগ দিয়েই ঘরোয়া ক্রিকেট শুরু হয়

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৫ মে - অতিবড় খেলাপ্রেমিও এখন এই অবস্থায় খেলাধুলার কথা ভাবছেন না। ভাবার অবস্থা নেই। করোনার প্রাণ সংহারি রূপ বাড়ছে। প্রাণহানি ঘটছে প্রতিদিন। সবাই করোনার ভয়ে তটস্থ। প্রত্যেকের চিন্তা চেতনা করোনায় ডুবে আছে। কোনোদিন করোনা ভাইরাসের সংক্রমণ থামবে? কবে এ মহামারি থেকে মুক্তি ঘটবে? এ চিন্তায় মগ্ন সবাই। এ রকম অবস্থায় কবে নগর জীবন স্বাভাবিক হবে? শিক্ষা প্রতিষ্ঠান কবে কখন খুলবে? স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় আবার কবে ছাত্র-ছাত্রী ও শিক্ষকের কলতানে মুখর হবে, কবে আবার ক্লাস শুরু হবে? কেউ যেমন তা জানে না, একইভাবে বর্তমান অবস্থায় ঢাকার ক্লাব ক্রিকেটের আসর প্রিমিয়ার লিগও কবে শুরু হবে? তাও বলা অসম্ভব। ঢাকার ক্লাব ক্রিকেটের আয়োজক ব্যবস্থাপক সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনামও ঠিক তাই মনে করেন। তারও কথা, বর্তমান প্রেক্ষাপটে প্রিমিয়ার লিগ শুরুর চিন্তা ভাবনা করার কোনই সুযোগ নেই। সোমবার রাতে প্রিমিয়ার লিগের ভবিষ্যত নিয়ে সিসিডিএম চেয়ারম্যান বলেন, আসলে ঠিক কবে নাগাদ এই করোনার প্রাণঘাতি রূপ বন্ধ হবে? সব কিছু স্বাভাবিক হবে? তা কারো পক্ষেই বলা সম্ভব নয়। ঠিক আমাদের পক্ষেও প্রিমিয়ার লিগ কবে নাগাদ শুরু হতে পারে- সে সম্পর্কে আগাম মন্তব্য করা কঠিন। সেটা কি জুলাই-আগস্ট? নাকি আগামী বছর? না আরও দুই বছর? তা কি কেউ নিশ্চিত করে বলতে পারবেন? তবে সিসিডিএম চেয়ারম্যান একটি নতুন কথা বলেছেন। তার সোজা সাপটা উচ্চারণ, সিসিডিএম চেয়ারম্যান হিসেবে আমার একটিই চাওয়া, তাহলো- যেদিন কখনোই করোনাভাইরাস সংক্রমণ থেমে জীবনযাত্রা স্বাভাবিক হবে- তখন যেন এই প্রিমিয়ার লিগ দিয়েই শুরু হয় ঘরোয়া ক্রিকেট। সেটা যদি নভেম্বর-ডিসেম্বরে মানে বিপিএলের সময় হয় তাহলে? কাজী ইনাম বলেন, নাহ! বিপিএলের জন্যতো উইন্ডোা খোলা রাখতেই হবে। কারণ তার সাথে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও ভীনদেশি আন্তর্জাতিক ক্রিকেটারদের সিডিউল পাবার বিষয় আছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হতে যদি বিপিএল শুরুর সময় ঘনিয়ে আসে, তাহলে ভিন্ন কথা। না হয় বিসিএল-জাতীয় লিগ যাই থাকুক না কেন, যখনই ক্রিকেট শুরুর সময় হবে তখন যদি বিপিএল শুরুর সময় না এসে যায়, তাহলে যেন অবশ্যই প্রিমিয়ার লিগই মাঠে গড়ায়। এ কথার স্বপক্ষে সিসিডিএম চেয়ারম্যানের যুক্তি, হোক একটি মাত্র ম্যাচ, তারপরও লিগ শুরু হয়েছে। অর্থাৎ খেলা মাঠে গড়িয়েছে। তাই এ লিগকে বন্ধ করা ঠিক হবে না। তাই আমি চাই যে মাসের যেদিনই খেলা মাঠে গড়াক প্রিমিয়ার লিগ দিয়েই যেন হয়। কিন্তু শোনা যাচ্ছে যে জুন-জুলাইতে খেলা শেষ করতে না পারলে ২০১৯-২০২০ লিগ বাতিল হয়ে যাবে। তখন কি হবে? তবে কি সেটা ২০২০-২০২১ মৌসুমের লিগ বলে পরিগণিত হবে? তিনি বলেন, এখন তো আসলে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না, লিগ কবে শুরু হবে। তাই এখন তা বলা কঠিন। সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৫ মে
https://ift.tt/2SxEHrG

Post a Comment

0 Comments