https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৩ মে - বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর খেলোয়াড় রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তিনজন বিদেশি খেলোয়াড় আর্থিক পাওনা নিয়ে নালিশের পর এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। আজ (শনিবার) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে ফিফার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ঘটনা আরও ৩ বছর আগের। সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার জন্য ট্রায়াল দিতে এসেছিলেন স্লোভাকিয়া, মন্টেনেগ্রো ও সার্বিয়ার তিন খেলোয়াড়। তাদের রেজিস্ট্রেশন না করালেও দেনা-পাওনার একটা ঝামেলা ছিল। সেই তিন ফুটবলার আলাদা আলাদাভাবে ফিফার কাছে অভিযোগ করেছিল এই দেনা-পাওনা নিয়ে। তখন ফিফা প্রায় এক লাখ ডলার জরিমানা করেছিল সাইফকে। গত ২৩ এপ্রিল ছিল জরিমানা প্রদানের শেষ দিন। ওই তিন ফুটবলারের পাওনা ও জরিমানাসহ লক্ষাধিক ডলার (প্রায় এক কোটি টাকা) প্রদানের নির্দেশ দিয়েছিল ফিফা। কিন্তু এ সময়ের মধ্যে জরিমানার টাকা প্রদান না করায় ফিফার সিদ্ধান্ত অনুযায়ী, সাইফ স্পোর্টিং ক্লাব সমস্যা সমাধানের আগে স্থানীয় বা বিদেশি কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না। এটা কেবল সাইফ স্পোর্টিং ক্লাবের সিনিয়র দলের জন্যই প্রযোজ্য নয়, তারা জুনিয়র দলেও কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে না যতক্ষণ না ফিফার ডিসিপ্লিনারি কমিটি তাদের বিষয়টির ফয়সালা না করে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ মে
https://ift.tt/2Wkb7ad
0 Comments