হবিগঞ্জে বাস-জিপ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

https://ift.tt/eA8V8J
হবিগঞ্জ, ০৫ অক্টোবর- হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস-জিপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। রোববার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার রশিদপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন ৬ জন। দুর্ঘটনায় নিহতরা হলেন, সাতগাও চা বাগানের কামার পাড়ার মৃত সনোহা কর্মকারের পুত্র জীপ চালক সঞ্জিব কর্মকার (৩৮), বাহুবল উপজেলার ফয়েজাবাদ চা বাগানের নতুন কোয়ার্টারের বাদল রাজঘরের পুত্র মহেষ রাজঘর (৩৫), একই এলাকার অলি উরাং এর স্ত্রী অঞ্জলী উরাং (৭০), প্রদীপ (২৫) ও এক শিশু। আহতরা হলেন, ফয়জাবাদ এলাকার আমেনা বেগম (৫০), শিশু তমা (৭), রীমা (৮), তামিম (১২), রুহেনা আক্তার (৪), কুলসুমা আক্তার (৪৫)। তাদেরকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ রোববার বেলা ২টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০৯০২) লছনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাহুবল থেকে সাতগাওগামী চা শ্রমিকদের বহনকারী একটি জিপের (সিলেট ক-৫০৮৪) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে জিপচালক সঞ্জিব কর্মকার ও মহেষ রাজঘর নিহত হন। এরপর হবিগঞ্জ সদর হাসপাতালে অঞ্জলী উরাং এবং সিলেট মেডিকেলে প্রদীপ ও এক শিশু মারা যায়। সাতগাও ইউনিয়নের চেয়ারম্যান মিলন শীল বলেন, দুর্ঘটনার পর শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে। তবে আজ সোমবার এর মধ্যে বিচার না পেলে চা শ্রমিকরা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্র রায় বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসা প্রদান করা হবে। সূত্র : বাংলাদেশ জার্নাল এন এইচ, ০৫ অক্টোবর
https://ift.tt/3nkzKjC

Post a Comment

0 Comments