চট্টগ্রামে ১৯ হাজার ছাড়াল করোনা আক্রান্ত

https://ift.tt/eA8V8J
চট্টগ্রাম, ৩ অক্টোবর- চট্টগ্রামে করোনাভাইরাসে (কভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৬ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের এবং একজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আরও পড়ুন:চট্টগ্রামে ৭ নারী ছিনতাইকারী গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৫৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৫৮৪টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪২ জন এবং উপজেলায় ১৫ জন। চট্টগ্রামের ৭টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি র্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয়নি। সূত্র: কালের কন্ঠ আর/০৮:১৪/০৩ অক্টোবর
https://ift.tt/3d5p04h

Post a Comment

0 Comments