হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ ধর্ম মন্ত্রণালয়ের

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৩ অক্টোবর- করোনা পরিস্থিতির মধ্যেও ওমরাহ হজে যাত্রী পাঠানোর ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়া সালওয়া ওভারসিজকে (হজ লাইসেন্স নং-২৬৯) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জাতীয় হজ ও ওমরা নীতি-২০১৯ এর ২৪.২ অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এর জবাব আগামী তিন দিনের মধ্যে লিখিতভাবে অথবা ই-মেইলে পাঠানোর জন্য নোটিশে বলা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক চিঠিতে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। সালওয়া ওভারসিজের স্ট্যাটাসে বলা হয়, ইনশাআল্লাহ ১৫ নভেম্বরের মধ্যে ওমরা হজ ফ্লাইট দেয়ার চেষ্টা করছি। হাজিদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য। আরও পড়ুন: হানিফের সাথে বৈঠকে কী নিয়ে আলোচনা হলো সিলেটের ৩ নেতার মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে ওমরাহ কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো অনুমতি না দিলেও ফেসবুকে উল্লিখিত স্ট্যাটাস প্রদান করে জনগণের সঙ্গে প্রতারণা ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যা জাতীয় হজ ও ওমরাহ নীতির পরিপন্থি। চিঠিতে আরও বলা হয়, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে টেলিফোনে আলাপকালে প্রতিষ্ঠানের জিএম হাজী হেলাল উদ্দিন জানান, সরকারের বাইরে ও সৌদি আরবের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং অন্য এজেন্সির মাধ্যমে ওমরা হজ যাত্রীদের প্রেরণ করা হবে। যা জাতীয় হজ ও ওমরা নীতির পরিপন্থি। যেহেতু ২০১৪ সালে সালওয়া ওভারসিজ মন্ত্রণালয়ে সমর্পণ করে জামানত অর্থ ফেরত নিয়েছেন তথাপিও ওমরা সংক্রান্ত বিশেষ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ০৩ অক্টোবর
https://ift.tt/3l1eYng

Post a Comment

0 Comments