সিটি করপোরেশনের অধীনে পুলিশ দেওয়ার দাবি জানিয়েছেনমেয়র আইভী

https://ift.tt/eA8V8J
নারায়ণগঞ্জ, ০৬ অক্টোবর- দেশের সব সিটি করপোরেশনের অধীনে পুলিশ দেওয়ার দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল সোমবার বিকেলে শহরের তল্লায় গঞ্জে আলী খালের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় তিনি এই দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের কাউন্সিলর শওকত হাসেমসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেলিনা হায়াৎ আইভী বলেন, শুধু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নয়, দেশের সব সিটি করপোরেশনের অধীনে পুলিশ দেওয়া হোক। আমরা তাদের বেতন দেব। তারা আমাদের অধীনে কাজ করবে। অন্তত ২০০ না হোক, ১০০ পুলিশ দেওয়া হোক। তাদের বেতনের ব্যবস্থা আমরা করব। আমরা তাদের যেভাবে বলব, তারা সেভাবে আমাদের সহযোগিতা করবে। মেয়র আইভী আরও বলেন, নারায়ণগঞ্জ শহরের কোনো মা-বাপ নেই। শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড রয়েছে। নারায়ণগঞ্জ শহর বাস ও ট্রাকের নগরীতে পরিণত হয়েছে। হকার ইস্যুতে মার খেয়েছি, মৃত্যু হতে পারত। মেয়র বলেন, বঙ্গবন্ধু সড়কের দুপাশে মানুষের হাঁটার অধিকার কেড়ে নিয়ে হকাররা বসেছেন। অবৈধভাবে লেগুনা, সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড বসেছে। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট নেই, পুলিশ নেই। আমরা রাস্তায় বের হতে গেলে মার খেতে হয়। আমাদের সীমাবদ্ধতা আছে। এভাবে তো চলতে পারে না। এগুলো দেখার দায়িত্ব ট্রাফিক পুলিশের। এগুলোর লাইসেন্স তো সিটি করপোরেশন দেয় না। তবে সবার সহযোগিতায় গঞ্জে আলী খাল উদ্ধার করা হয়েছে। গাছ লাগানো হয়েছে। প্রয়োজনে আরও গাছ লাগানো হবে। সবাইকে গাছগুলো দেখে রাখা এবং যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি। আরও পড়ুন:চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান সুজন গ্রেফতার বৃষ্টিতে জলাবদ্ধতা প্রসঙ্গে মেয়র আইভী বলেন, নদীর পানি বেড়ে ড্রেনের সমান হয়ে গেছে। জনসাধারণের অসচেতনতায় ড্রেনগুলো ভরে যাচ্ছে। বারবার পরিষ্কার করা হচ্ছে। তবে ঢাকায় বৃষ্টি হলে সারা দিন পানি জমে থাকে। কিন্তু নারায়ণগঞ্জে বৃষ্টি হলে পানি জমলেও দুতিন ঘণ্টার মধ্যে নেমে যায়। আরও কম সময়ের মধ্যে পানি যেন নেমে যায়, সেই চেষ্টা করা হবে। সূত্রঃ প্রথম আলো আডি/ ০৬ অক্টোবর
https://ift.tt/2F8s7vE

Post a Comment

0 Comments