অভিষেক বড় পর্দাতেই হবে,আশা ঐশীর

https://ift.tt/eA8V8J
ঢাকা, ০৬ সেপ্টেম্বর-পৃথিবীর উপর এমন একটা ধাক্কা আসবে কে জানতো এটা? প্রতিটি মানুষের জীবন যাত্রাই তো থমকে গেলো। আমরা ভেবেছিলাম ২০২০ সালটা বাংলা সিনেমার জন্য দারুন একটা বছর হবে, সিনেমা ইন্ডাষ্ট্রি ঘুরে দাঁড়ানোর বছর। বেশ কিছু ভালো ভালো সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করছিলো। যে ছবিগুলো মুক্তি পেলে ঢাকার চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি নতুন দিগন্তের সুচণা হতো। কিন্তু হলো না। -বলছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮র খেতাব জিতে ব্যাপক পরিচিতি পাওয়া জান্নাতুল ফেরদৌস ঐশী। ২০২০ সালে যার পুলিশি অ্যাকশন থ্রিলার ছবি মিশন এক্সট্রিম এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারণে মুক্তি পায়নি ছবিটি। সেই সঙ্গে বড় পর্দায়ও অভিষেক হলোনা ঐশীর। তবে সব ঠিক হয়ে এলে বড় পর্দাতেই অভিষেক হবে তার। ঐশী বলেন, ইনশাল্লাহ অভিষেক বড় পর্দাতেই হবে। ক্যারিয়ারের প্রথম ছবিটি মুক্তি না পাওয়ায় তাই কিছুটা মন খারাপ এ সুন্দরীর। তবে স্রষ্টার কাছে কৃতজ্ঞ তিনি, করোনার ভয়াভয় পরিস্থিতিতে সুস্থ থাকাকেই বড় নেয়ামত মনে করছেন। ঐশী বলেন, যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে বিগত সময়টা অতিবাহিত হলো। সবাই হয়তো ধারণা করছিলেন ভয়ংকর কিছুর। তবে আমাদের দেশে অতোটা ভয়ংকর পরিস্থিতির মধ্য দিয়ে যায়নি। তবে বাসায় থাকতে থাকতে সবার মধ্যেই কিছুটা হতাশা কাজ করছিলো। সেটাও সবাই উতরে গিয়েছেন।সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে আমার মধ্যেও হতাশা কাজ করছিলো। তবে ইবাদত-বন্দেগী, পড়াশুনা আর নিজেকে সময় দেয়ার কারণে সেটা কাটিয়ে সুস্থভাবেই জীবন চলছে। করোনা পরিস্থিতি খুব একটা স্বাভাবিক না হলেও মানুষ ফিরছেন স্বাভাবিক জীবন-যাপনে। স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে শুটিং। এই পরিস্থিতিতে শুটিং ফিরবেন কিনা জানতে চাইলে ঐশী বলেন, আসলে এই পরিস্থিতিতে কাজে ফেরার তেমন আগ্রহ পাচ্ছিনা। এখন যেভাবে কাজ করা হচ্ছে এভাবে কাজ করে খুব একটা শান্তিও পাওয়া যায়না। তাই অস্থিরতা নিয়ে কাজ না করাই ভালো বলে আমি মনে করি। আরও পড়ুন-দুই যুগেও মীমাংসা হয়নি সালমান শাহ মৃত্যুর রহস্য এদিকে বেশ কিছু ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের প্রস্তাবও পেয়েছেন ঐশী। তবে নিজেকে প্রথমে প্রেক্ষাগৃহের বড় পর্দাতেই দেখার আগ্রহ তার। তাই আপাতত বড় পর্দার জন্যই অপেক্ষায় থাকবেন বলে জানালেন। পাশাপাশি যে প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ড হিসেবে চুক্তিদ্ধ হয়ে আছেন সে প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনে অংশ নিবেন। এর বাইরে পড়াশুনা আর নিজেকে সময় দেয়ার পরিকল্পণা ঐশীর। মিশন এক্সট্রিম ছবিতে ঐশীর নায়ক হিসেবে আছেন আরিফিন শুভ। এ ছাড়াও আশির দশকে দেশের দক্ষিণাঞ্চলীয় জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে ভিন্নধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে আদম চলচ্চিত্র। এতেও অভিনয় করছিলেন ঐশী। এর মাধ্যমে প্রথমবার বড়পর্দায় প্রথমবার জুটি বেঁধে কাজ করছেন ইয়াশ রোহান। সূত্র: সমকাল এমএ/ ০৬ সেপ্টেম্বর
https://ift.tt/3jRrlSl

Post a Comment

0 Comments