https://ift.tt/eA8V8J
ঢাকা, ১১ সেপ্টেম্বর- অভিনেত্রী কুসুম সিকদারকে পর্দায় পাওয়া যাচ্ছে না বহুদিন ধরে! তাও দুই বছর হয়ে গেলো। টিভিতে বা চলচ্চিত্রে কোথাও নেই তিনি। এর কারণ কী? তার উত্তর, অনেক কারণ আছে। এসব বিষয় নিয়ে কথা বলেছেন কুসুম। এর মধ্যে উঠে এসেছে তার গল্প-কবিতা লেখা ও গানের চর্চা। তিনি জানালেন, একাকীত্ব ভালো লাগে। তার কথায়, যেকোনও সৃজনশীল কাজের জন্য নিজের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ। নিরিবিলি ও একা থাকি বলেই লেখালেখি করতে পারি। করোনাভাইরাস মহামারিতে সম্মুখযোদ্ধা চিকিৎসক ও নার্সদের পিপিই দিয়ে সহযোগিতা করেছেন কুসুম। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসব প্রয়োজনীয় পণ্য পাঠিয়েছেন। এছাড়া টেলিভিশনের অঙ্গনের নিম্নআয়ের ৩০ জন প্রোডাকশন বয়, স্পটবয় ও লাইটম্যানকে আর্থিক সহায়তা দিয়েছেন। এজন্য তিনি বেশ সন্তুষ্ট। ছোটপর্দায় সবশেষ ২০১৮ সালে অভিনয় করেন হানিফ সংকেত পরিচালিত শেষ-অশেষ নাটকে। তার আগে নিজের গাওয়া নেশা নামের একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। আরও পড়ুন- করোনার বিরতি ভেঙে নতুন নাটকে সাবিলা লাক্স সুন্দরী হওয়ার পর ২০০২ সাল থেকে অভিনয় শুরু করেন কুসুম। তখন থেকেই সমসাময়িকদের তুলনায় সংখ্যাটা ছিল কম। এর কারণ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপ। এটা সামলে ফাঁকে ফাঁকেই বিজ্ঞাপনচিত্রে ও ধারাবাহিক নাটকে কাজ করেছেন। স্নাতকের পর চলচ্চিত্রে নাম লেখান কুসুম। বড়পর্দায় সবশেষ অভিনয় করেন ২০১৬ সালে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গৌতম ঘোষের শঙ্খচিল-এ। তার আগের দুটি ছবি লাল টিপ ও গহীনে শব্দ। সূত্র: বাংলা ট্রিবিউন আডি/ ১১ সেপ্টেম্বর
https://ift.tt/3kjiqJR
0 Comments