ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়াল

https://ift.tt/eA8V8J
প্যারিস, ২৬ সেপ্টেম্বর- ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শুধু শুক্রবারই দেশটিতে নতুন করে ১৫ হাজার ৭৯৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ফ্রান্সে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ লাখ ১৩ হাজার ৩৪। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে ৯৪ হাজার ৮৯১ জন সুস্থ হয়ে উঠেছে। মৃত্যু হয়েছে ৩১ হাজার ৬৬১ জনের। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আরও পড়ুন: ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, ক্যাডেটসহ নিহত ২২ আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লন্ডভন্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে রোগটির প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ছয় হাজার ৭৬৯। মৃত্যু হয়েছে দুই লাখ সাত হাজার ৯২৩ জনের। উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৩২২। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ২৬ সেপ্টেম্বর
https://ift.tt/2Ezcg90

Post a Comment

0 Comments